|
---|
নিজস্ব সংবাদদাতা : ব্যবধান মাত্র দিন দুয়েকের। কলকাতায় ফের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু! পরিবারের অভিযোগ, খুন। দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিস। এসএসকেএম-র পর এবার মাতৃভবন হাসপাতাল।জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ির বোলপুরের লাগোয়া রাইপুর গ্রামে। চলতি বছরে মে মাসে নার্সিংয়ের প্রশিক্ষণ নিতে কলকাতায় যান তিনি। মাতৃভবন হাসপাতালে সহায়িকা সেবিকা কোর্সের ছাত্রী ছিলেন ওই তরুণী। শুক্রবার মেয়ের মৃত্য়ুসংবাদ পান পরিবারের লোকেরা। হাসপাতালের শংসাপত্রে উল্লেখ, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু। পরিবারের লোকের অবশ্য তা মানতে নারাজ। থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর, দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিস।
এদিকে এসএসকেএম-র হস্টেলে পাওয়া গিয়েছে এক নার্সিং পড়ুয়ার দেহ। মৃত ছাত্রীর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। থাকতেন লিটল হস্টেলে। পুলিস সূত্রের খবর, বুধবার রাতে হস্টেলের বাথরুমে গিয়েছিলেন ওই পড়ুয়া। কিন্তু অনেকটা সময়ে পেরিয়ে গেলেও, বেরোচ্ছিলেন না তিনি। কেন? হস্টেল কর্তৃপক্ষকে খবর দেন অন্য ছাত্রীরা। শেষপর্যন্ত দরজা ভেঙে যখন বাথরুমে ঢোকে, তখন ওই ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার হয়।