|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা ২৪ আগস্ট ঃ এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজার শহর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভজিৎ কর্মকার(৩৪)। ইংলিশবাজার থানার হায়দারপুরে বাড়ি তাঁর। বাবা নীলমণি কর্মকার। জানা গেছে, শুক্রবার রাতে বাড়িতে তাঁর ঘরের শীততাপ নিয়ন্ত্রিত মেশিনটি বিকল হয়ে পড়ে। তিনি একটি চেয়ারের হাতলের ওপরে দাঁড়িয়ে বিকল মেশিনটি মেরামত করতে উঠেছিলেন। আচমকা পা হড়কে পড়লে খাটের অংশে তাঁর গলায় চোট পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যালে আনা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।