|
---|
নিজস্ব সংবাদদাতা :চিন ও পাকিস্তানের মনে আতঙ্ক তুলে দিয়ে বৃহস্পতিবার রাতে অন্ধকারেই অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ করল ভারত। ৫ হাজার ৪০০ কিমি দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারবে,এমনকি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। অরুণাচল প্রদেশে তাওয়াং সংঘর্ষের পরই এই উৎক্ষেপণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন
রহস্যময় আলো দেখতে পেয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয় বিভিন্ন প্রান্তে,এদিন বৃহস্পতিবার রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। এই আলোকরশ্মি আকাশে দেখতে পাওয়া যায় সন্ধ্যা ৬ টা ১০ নাগাদ। রাজ্যের একাধিক জায়গায় দেখা যায় এই আলো। কোলাঘাটের নয়, মহিষদল, নন্দীগ্রাম, মেদিনীপুর, ঘাটাল, হলদিয়া সহ একাধিক এলাকায় দেখতে পাওয়া গেছে রহস্যময় আলো। তবে আসলে এই আলোকরশ্মিটি কিসের তা নিয়ে প্রথমে না বুঝতে পারার জন্য সেই কারণে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।তবে পড়ে গোটা বিষয় সামনে আসে।