মেছেদায় স্বাধীনতার অমৃত মহোৎসব

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে ফিল্ড আউটরিচ ব্যুরো, মেদিনীপুর, মিনিস্ট্রি অব ইনফরমেশন এন্ড ব্রড কাস্টিং,ভারত সরকার এর উদ্যোগে মেছেদায় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে র অডিটোরিয়ামে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় একটি আলোচনা সভা,তথ্য চিত্র প্রদর্শনী ও স্বাধীনতা সংগ্রামের উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সরকারের মেদিনীপুর জেলার ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী ও তেনজিং নোরগে পুরস্কার বিজয়ী পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এলডিএম সুদীপ মাইতি মহাশয় ও কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা সভাপতি রিঙ্কু চক্রবর্তী, বিমল দাস প্রমূখ।

    এই উপলক্ষে ভারতের স্বাধীনতার উপর তথ্য-সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে স্বাধীনতার ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। মন্ত্রকের সংগীত ও নৃত্য শিল্পীরা দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সবশেষে স্বাধীনতা সংগ্রামের উপর audio-visual রাউন্ড সহযোগে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। মোট দশটি দল এতে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়সেক মুজাফফর ও সন্দীপ শেখ্য জানা এবং রানার্স হয় কৌশিক মাঝি ও সৌরীন জানা । সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে ৭ জন দৃষ্টিহীনের হতে ফল গাছের চারা সহ এক মাসের রেশন দ্রব্য তুলে দেওয়া হয়।