|
---|
একুশের নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বারুইপুর পূর্বের নতুন মুখ
সাকিব হাসান, বারুইপুর: বারুইপুর ফুলতলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। উক্ত সভায় তিনি বলেন, বারাইপুর পূর্বের যে সমস্ত নাগরিক আছে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী তাদের কাছে একটাই অনুরোধ করব এই লড়াইটা হল ধর্মের বিরুদ্ধে বিধর্মীদের লড়াই। যে লড়াইকে বারাইপুর পূর্বের আমাদের দলের মনোনীত প্রার্থী বিভাস সরদার কে যেতাতে হবে তৃণমূল কংগ্রেস কে যেতাতে হবে তা না হলে এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা যাবে না।
এই বাংলায় হিন্দু মুসলিম দের মধ্যে দাঙ্গা রক্ষা করা যাবেনা।
আজকে সারা দেশ থেকে আরএসএস ও বিজেপি তাদের সর্বশক্তি দিয়ে তারা বাংলাকে যে রক্তাক্ত করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমার ক্যানিং পূর্বের মানুষের প্রতি আত্মবিশ্বাস ও ভালোবাসা আছে আমার ওখানে চারটি সম্প্রদায়ের মানুষ বসবাস করে হিন্দু ,মুসলমান ,খ্রিস্টান আদিবাসী। সমস্ত সম্প্রদায়ের মানুষ আমার কাছে অত্যন্ত পবিত্র তারা আমার খুবই কাছের আমার পরিবারের সদস্য বলে তাদেরকে মনে করি। আমি মনে করি লোকসভা থেকে আরো অনেক বেশি ভোটে জিতবো।
আমাদের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমরা ৩১ টা শিটে ৩১ টা জিতবই। দক্ষিণ ২8 পরগনা জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল দক্ষতা তারা ১২ জন প্রার্থীকে বদল করেছে যে নতুন মুখ ১২ জন একেবারে ছাত্র যুব মহিলা সব ধরনের তরুণসমাজ যুবসমাজ সব সমাজের মানুষজনকেও সব সোসাইটির মানুষজনকে তিনি পার্থী করেছেন আমরা একে বার ৩১ শে ৩১, তাই একটাই স্লোগান বাংলা নিজের মেয়েকে চায়।