|
---|
নিজস্ব সংবাদদাতা: একেবারে ব্যতিক্রমী, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শিলিগুড়ির এক দম্পতি তুলে ধরল। আর পাঁচজন দম্পতির মতো তারা হানিমুনে বা ঘুরতে না গিয়ে অসহায় অভুক্ত মানুষগুলির পাশে দাঁড়িয়েছে। নাম গীতিকা পাল, শক্তি পাল।
ওই দম্পতি জানিয়েছেন বিভিন্ন অনুষ্ঠান বাড়ি থেকে খাবার সংগ্রহ করে অসহায় অভুক্ত মানুষগুলোর মুখে তুলে দেন তারা। গভীর রাতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান বাড়িগুলি থেকে খাবার সংগ্রহ করেন তারা। একটাই উদ্দেশ্য সমাজের অসহায় অভুক্ত মানুষগুলির মুখে অন্নের সংস্থান করা। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন, অসহায় অভুক্ত মানুষগুলির মুখে খাদ্য তুলে দেওয়া পরম তৃপ্তি তাদের কাছে।