|
---|
আদৌ করোনা আক্রান্ত ছত্রধর, সিএমওএইচকে রিপোর্ট দিতে নির্দেশ এনআইএয়ের
নতুন গতি নিউজ ডেস্ক : সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন ফৌজদারি মামলায় দন্ডিত সাজাতে ইতি টেনে স্বাভাবিক জনজীবনে ফিরেছিলেন জঙ্গলমহলের পরিচিত মুখ ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতোর নিহত ভাই শশধর মাহাতো একদা বঙ্গ মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তাই দক্ষ সংগঠক ছত্রধর মাহাতোর রাজনৈতিক চর্চা বরাবরই তুঙ্গে৷ কারামুক্তির সাথে সাথেই এই রাজ্যের শাসকদলের রাজ্য কমিটিতে জায়গা পান ছত্রধর। তৃণমূলের রাজনৈতিক জীবন সূচনালগ্নেই মাথাচাড়া দিল সেই বাম আমলের মামলাগুলি। এই রাজ্যের শাসক দলের মূল প্রতিপক্ষ যদি বিজেপি সরকারের শাসক দল হয় তাহলে সরকারি এজেন্সিদের অপব্যবহারের অভিযোগ তো উঠবেই। হ্যাঁ যখন বাংলার জঙ্গলমহলে মুকুল -কৈলাস – ভারতীরা হিট সভা সারছেন। তখন জোড়াফুলের সেরা বাজি ভূমিপুত্র ছত্রধর মাহাতো বেকায়দায় এনআইএ মামলায়? এমন পরিস্থিতি প্রকাশ্য সভা সমাবেশ বন্ধ প্রায়। ইতিমধ্যেই কলকাতার সিটি সেশন কোর্টে এনআইএ এজলাসে পরপর চারটি আদালত হাজিরাতে গড়হাজির হয়েছেন ছত্রধর মাহাতো। কখনো করোনা পজিটিভ, আবার কখনও বা ঝাড়গ্রাম থেকে কলকাতা রুটে আসবার পরিবহন সমস্যা।