দি নোবেল একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি সংবর্ধনা

সংবাদদাতা : কালিয়াচকের শেরশাহী এলাকার দি নোবেল অ্যাকাডেমি। গণিত মেধা অনুসন্ধানে যেমন সেরা হচ্ছে এই স্কুলের পড়ুয়ারা তেমনই আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে রাজ্যে একরকম সেরার আসন ছিনিয়ে নিচ্ছে পড়ুয়ারা। কালিয়াচক ট্যালেন্ট সার্চেও নজর কাড়ছে স্কুলের পড়ুয়ারা। কালিয়াচক শেরশাহী মারুপুরের এই স্কুলটিতে
বৃহস্পতিবার অনুষ্ঠিত হল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠ না থাকলেও আমবাগানের মধ্যে প্রতি বছর সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এই গ্রামের মধ্যে। অনুষ্ঠান দেখার জন্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন নবীন বরণ, বিদায় সম্বর্ধনা, ইংরেজি বক্তব্য, নাটক, গম্ভীরা ও নাটকে রক্তদানে উদ্বুদ্ধকরন-‌সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় খুদে পড়ুয়ারা অংশগ্রহণ করে। এদিন কৃতি ছাত্রীদের পুরুস্কার বিতরন করা হয়। পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের স্কুলের তরফ থেকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ট্যালেন্ট এ কৃতি প্রায় ২০ জন এই স্কুলের ছাত্র ছাত্রী। সংবর্ধিত হন তারা আর তারা প্রায় সকলেই গরীব ও দুঃস্থ পরিবারের সন্তান জানান বিদ্যালয়ের তরফে সম্পাদক মোহা লতিফ ।