কোচবিহারের প্রবীন নাগরিকদের জন্য রাস মেলায় ঘোরার সুযোগ করে দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অভিনব উদ্যোগ, কোচবিহারের প্রবীণ নাগরিকদের রাস মেলায় ঘোরানোর সুযোগ করে দেবে। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিমরা জানিয়েছেন অনেক প্রবীন মানুষ রয়েছেন যারা রাসমেলায় ঘুরতে চায়। কিন্তু সঙ্গীর অভাবে ঘুরতে পারে না। তাদের সুযোগ করে দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

     

     

    আনুমানিক ২০০ বছরের পুরনো এই রাস মেলা, কয়েক হাজার দোকানদার এই মেলায় তাদের পসরা নিয়ে বসেন। প্রতিবছর বিভিন্ন এলাকা থেকে মানুষ এই রাসমেলা দেখতে এসে থাকেন। আগামী ৭ই নভেম্বর রাসমেলা শুভ সূচনা হবে রাসচক্র ঘুরিয়ে, এরপর ৮ ই নভেম্বর ঐতিহ্যবাহী রাসমেলার আনুষ্ঠানিক সূচনা হবে।