|
---|
নিজস্ব সংবাদদাতা: ফের শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট পর্ব মিটতেই যেন সংক্রমণ ছড়াচ্ছে । তাহলে কি চতুর্থ ঢেউয়ের কবলে শিলিগুড়ি আসছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর কোভিড ব্লকেই অন্তত ২০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে । এছাড়া বেসরকারি হাসপাতালে ও চিকিৎসা চলছে আক্রান্তদের ।
মেডিকেল কলেজ এর এক পড়ুয়াও আক্রান্ত হয়েছেন করোনায় । তার সংস্পর্শে আসা অন্যদের ও সোয়াবের নমুনা নেওয়া হবে । এখনও পর্যন্ত মেডিকেলে ১০ জন আক্রান্ত হয়েছে । যদিও তারা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান , কোভিড বিধি কার্যত উধাও হয়ে গিয়েছে । সবাইকে মাস্ক পরেই বাইরে বের হতে হবে । হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করতে হবে । আবারও তা অভ্যেসে পরিণত করতে হবে । ভিড় এড়িয়ে চলার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তারা।