|
---|
নতুন গতি প্রতিবেদক : একে একে ফিরছে মাছ ধরার ট্রলার গুলি। এই চিত্র কুলতলীর মৈপিঠ গঙ্গার ঘাট এলাকায়। বিগত বছরে পর্যাপ্ত পরিমাণে ইলিশের দেখা মিলেছিল, সে ক্ষেত্রে এই মুহূর্তে বাঙালির পাতে আর দেখা মিলছেনা ইলিশ। দীর্ঘদিন চলা লকডাউনে নাভিশ্বাস তার পর সন্তান-সন্ততির মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার লক্ষ্যে নিয়ে ট্রলার গুলি একে একে ইলিশ ধরার লক্ষ নিয়ে গঙ্গাবক্ষে। ইলিশ না মেলায় ভগ্ন মনোরথে ফিরছে এই মুহূর্তে।