উত্তর মালদা সাংসদের দলীয় কার্য‍্যালয় উদ্ভোদন হল চাঁচলে

উজির আলী, নতুন গতি, চাঁচল: সাংসদের কার্য‍্যালয় উদ্বোধন হল মালদহের চাঁচলে। এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। তাই জনসংযোগ বাড়িয়ে তোলার লক্ষে চাঁচলে উত্তর মালদহের সাংসদের নতুন কার্য‍্যালয়টি চালু করা হল বলে দলীয় সূত্রে খবর।

    সোমবার ওই কার্য‍্যালয়টির উদ্বোধন করেন সাংসদ খগেন মুর্মু নিজেই। চাঁচল পিএইচই দফতরের পাশে বাসুদেবপাড়া এলাকায় এদিন সাংসদ কার্য‍্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা বিজেপির সম্পাদক দীপঙ্কর রাম, রতন দাস, বিজেপি নেতা সুভাষকৃষ্ণ গোস্বামী, প্রসেনজিত শর্মা সহ স্থানীয় নেতৃত্ব।

    সাংসদের কার্য‍্যালয় উদ্বোধনের পর এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মদিবসও পালন করা হয়। একইসঙ্গে সাংসদের কার্য‍্যালয়ে উদ্বোধন ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেরও। দলের যুব মোর্চার উদ্যোগে আয়োজিত ওই শিবিরে রক্ত দেন ২৫ জন দলীয় কর্মী।

    গত লোকসভা নির্বাচনে উত্তর মালদহ আসনে জয়ী হন খগেন মুর্মু। কিন্তু মহকুমা সদর চাঁচলে সাংসদের নিজস্ব কোনও কায‍্যালয় না থাকায় কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছিল। যে কোনও প্রয়োজনে সাংসদের সঙ্গে যোগাযোগ করতে হলে তারা কোথায় যাবেন তা নিয়ে কর্মীদের পাশাপাশি এলাকার মানুষ সমস্যায় পড়ছিলেন।

    ফলে সাংসদের সঙ্গে এলাকাবাসীর যোগাযোগের সেতু হিসেবেই সাংসদের কার্য‍্যালয়টি চালু করার উদ্যোগ নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মাসে তিন থেকে চারদিন নিজে কার্য‍্যালয়ে হাজির থাকবেন সাংসদ। এছাড়া প্রতিদিন কার্য‍্যালয়ে হাজির থাকবেন সাংসদের প্রতিনিধি প্রসেনজিত শর্মা। মূলত চাঁচল মহকুমার ছটি ব্লকের সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীরা যে কোনও প্রয়োজনে সেখানে তাদের অভিযোগ বা কাজের কথা জানাতে পারবেন।

    এদিন সেখানেই খরবা, ভগবানপুর ও মকদমপুর গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু মানুষ সহ দু শতাধিক কর্মী বিভিন্ন দল থেকে বিজেপি যোগদান করেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। জেলা সম্পাদক দীপঙ্কর রাম বলেন, যে সমস্যা স্থানীয় নেতৃত্বের পক্ষে সমাধান সম্ভব সেগুলি তারা করবেন। বাকিগুলি সাংসদ নিজে সমাধাণের চেষ্টা করবেন। সাংসদ খগেন মুর্মু এদিন বলেন, মহকুমার ছটি ব্লকের মানুষের কথা ভেবেই এই কার্য‍্যালয়টি চালু করা হল।