পথ অবরোধ করলো, আই টি আই কলেজের পড়ুয়া ও অভিভাবকেরা

পথ অবরোধ করলো, আই টি আই কলেজের পড়ুয়া ও অভিভাবকেরা

     

     

    আব্দুল হাই, বাঁকুড়াঃ আজ ৫ ই ফেব্রুয়ারি শুক্রবার বাঁকুড়ার একটি প্রাইভেট আই টি আই কলেজের পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা কদমাঘাটির কাছে বাঁকুড়া দুর্গাপুর রাস্তায় পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ যে এই প্রাইভেট কলেজ অন্যায় ভাবে তাদের ছেলেমেয়েদের পরীক্ষাতে বসতে দিচ্ছে না। পরীক্ষাতে বসার জন্য যে এডমিট কার্ডের প্রয়োজন হয় তা দিচ্ছে না যার ফলে তাঁদের ছেলেমেয়েদের ভবিষ্যত অন্ধকার হতে বসেছে । এই পথ অবরোধের কারণে এই রাস্তায় চলাচল করা বাসগুলির গতি স্তব্ধ হয়ে যায় যার ফলে এই বাসে থাকা যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। পথ অবরোধের খবর পেয়ে বাঁকুড়া পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন ও পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে পথ অবরোধ শেষ করেন। এই বিষয়ে এক ছাত্র বলে যে লকডাউনের জন্য যখন সবকিছুই বন্ধ ছিল তখন তাদের কলেজও বন্ধ ছিল । তাও তারা এক দুমাস ছাড়া পুরো ফি জমা করেছে কিন্তু আজ তাদিগে পরীক্ষাতে বসতে দেওয়া হচ্ছে না। সে বলে যে লেট ফি যোগ করে কোনো ছাত্রের ক্ষেত্রে দুই হাজার বা কারও ক্ষেত্রে তিন হাজার পর্যন্ত ফি নেওয়া হচ্ছে যা দেওয়া তাদের পক্ষে অসম্ভব। তার সাফ কথা এই ভাবে কলেজ খুলে এতগুলো ছেলের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক । অন্যদিকে এক ছাত্রের বাবা জানান যে তাঁর ছেলে দ্বিতীয় বছরের ছাত্র কিন্তু দু বছরের ফি দেওয়া থাকা সত্তেও তার ছেলেকে পরীক্ষাতে বসতে দেওয়া হচ্ছে না । তাঁর সাফ কথা যদি তাঁর ছেলেকে পরীক্ষাতে বসতে না দেওয়া হয় তাহলে তিনি কলেজের বিরুদ্ধে কেস করবেন।