কোভিড প্রটোকল নির্দেশিত সরকারি নিয়মকে মান্যতা দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন করলো মুসলিম সম্প্রদায়ের মানুষজন

নতুন গতি, উত্তর ২৪ পরগণা: কোভিড প্রটোকল নির্দেশিত সরকারি নিয়মকে মান্যতা দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন করলো মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আজ উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত আন্দুলিয়া গ্রামে সামাজিক দূরত্ব বিধি মেনে নামাজ আদায় করলেন বিশিষ্ট সমাজকর্মী, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব একেএম ফারহাদ সাহেব।


    উপস্থিত মুসল্লিদের হাতে ফারহাদ সাহেব নিজ উদ্যোগে মাক্স, স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস তুলে দেন এবং তিনি বক্তব্যের মধ্যে বলেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আরোপ করেছেন সেগুলিকে যথাযথ মর্যাদা দিয়ে আজ আমরা নামাজ আদায় করলাম। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই কঠিন মহামারী থেকে সমগ্র মানবজাতিকে রক্ষা করেন এবং তিনি সকলের কাছে আবেদন রাখেন সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব, শান্তিপূর্ণ, সৌহার্দ্য বজায় রেখে ঈদ উদযাপন করুন। ফারহাদ সাহেব সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।