|
---|
নিজস্ব প্রতিবেদক:- তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দুপুরের পর রাস্তায় বেরোনো কার্যত দুস্কর। একই অবস্হা পূর্ব বর্ধমান জেলাতেও। এরই মধ্যে নিত্যদিন রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকেন ট্রাফিক পুলিশের কর্মীরা। বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে সারাদিন দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্র্যাফিক পুলিশদের। এই প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেও নিজের কাজে অবিচল তাঁরা। তাই পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ সহ কর্মীদের জন্য নিল বিশেষ উদ্যোগ। পুলিশকর্মী থেকে শুরু করে বর্ধমান পৌরসভার ট্রাফিক কর্মী এবং সিভিল ভলেন্টিয়ারদের দেওয়া হচ্ছে একটি করে গ্লুকন্ডি । এছাড়াও তাদের দেওয়া হচ্ছে একটি করে জলের বোতল। যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তাদের মাথায় একটি করে ছাতাও দেওয়া হচ্ছে বলে জানান ডিএসপি ট্রাফিক হেডকোয়ার্টার অতনু ব্যানার্জি। তিনি বলেন, পুলিশের কাজ করতেই হয় তবে যে সমস্ত কর্মীরা রাস্তায় নেমে কাজ করছেন রোদে, তাদের জন্য সামান্য একটু স্বস্তির ব্যাবস্হা করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন শহরকে যানজট মুক্ত করতে হয়েছে তৎপর। স্বাভাবিক ভাবেই দ্বিগুণ দায়িত্ব বেড়েছে ট্রাফিক পুলিশেরও। বেড়েছে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যাও। ফলে মধ্যে রোদে পুড়েই একপ্রকার শহরে ট্রাফিক ঠিক রাখতে ব্যস্ত থাকেন পুলিশ কর্মীরা। উল্লেখ্য, আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ও সর্বনিন্ম তাপমাত্রা ২৬ ডিগ্রি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও মে মাসের শুরুতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মে মাসের এক থেকে চার তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। ফলে স্বস্তির বৃষ্টি পেতে জেলাবাসীকে এখনও অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।