|
---|
নিজস্ব সংবাদদাতা: নভেম্বর মাসের মাঝামাঝি থেকে দিনের শেষে দিকে ও রাতের দিকে ঠান্ডার আমেজ থাকলেও বেলায় দিকে কিন্তু তরতরিয়া বাড়ছে তাপমাত্রা। তাই সবার মুখে একটাই প্রশ্ন রাজ্যের শীতের প্রবেশ কবে ঘটবে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী। আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে ও রাতের বেলায় শীতের আমেজ থাকলেও অন্যান্য সময় শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে। তাই অনেকের মধ্যেই ঘুরপাক করছে একটা প্রশ্ন শীতের প্রবেশ কবে এই রাজ্যে।