উচ্চমাধ্যমিক ফলাফলে বাজিমাৎ THE PIONEER এর

হালিম হক, নতুন গতি: কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে রাজ্যের হাই স্কুল এবং হাই মাদ্রাসার উচ্চমাধ্যমিক পরিক্ষার ফলাফল।

    এবারে উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮০ শতাংশ পাশাপাশি মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ। রাজ্যজুড়ে প্রত্যাশিত নম্বরের অধিক নম্বর পেয়ে শিক্ষার্থীরা কার্যত আনন্দিত। আনন্দিত হয়েছেন শিক্ষার্থীদের ফ্যামিলি সহ শিক্ষক-শিক্ষিকাগন। বিগত বছরের তুলনায় এই বছরে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ফলাফল ও পাশের হারে অনেকটাই এগিয়ে মালদা জেলা। মালদা জেলার ছাত্রছাত্রীরা প্রথম দশে জায়গা করে নিতে কোনো সুযোগ হাতছাড়া করেনি। দিকে দিকে সাফল্যের আবহে মালদা জেলার সুজাপুরের The Pioneer Institute এর ছাত্রছাত্রীদের সাফল্য নজরকাড়ার মতো। এই ইনস্টিটিউট থেকে ৪৮০ নম্বর পেয়ে এবারে রাজ্যে ১৯ তম স্থান দখল করেছে কুশাবাড়ি ডাঙার ছাত্রী মেহেনাজ খাতুন। সে ফতেখানি বি এম এস হাই মাদ্রাসার ছাত্রী।

    উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আমিনা খাতুন (৪৫৯), আজিজা খাতুন (৪৫৮), রাজিয়া খাতুন (৪৫৬), এবং সাহিদ আখতার (৪৫৬) সহ মোট ২০ জন শিক্ষার্থী ৮০ শতাংশের উর্ধে নম্বর পেয়ে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে। ১ম স্থান অধিকারী মেহেনাজ খাতুন ভবিষ্যতে মাস কমিউনিকেশনে নিয়ে পড়াশোনা করতে চায়। ২য় স্থান অধিকারী আমিনা খাতুন ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে শিক্ষিকা হতে আগ্রহী। ৩-য় স্থান অধিকারী আজিজা খাতুন এর পছন্দের বিষয় ইংরেজি। সেও ইংরেজিতে অনার্স করে কলেজে শিক্ষকতা করার ইচ্ছা প্রকাশ করেছে।

    শিক্ষার্থীদের চুড়ান্ত সাফল্যে গর্বিত হয়েছেন অভিভাবকগন সহ দি পাইওনিয়ার ইন্সটিটিউট এর শিক্ষক আসফাক আলম, পারভেজ সাদেক, মুস্তাফিজুর রহমান। শিক্ষক আসফাক আলম বলেন “আমরা ছাত্রছাত্রীদের নিজ সন্তানের মতো শিক্ষা দিয়ে থাকি। তাদের শিক্ষিত করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে আমরা সর্বাধিক প্রচেষ্টা করি বলেই আজ আমাদের গর্বের দিন দেখতে পেয়েছি। ভবিষ্যতেও আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নজরকাড়া সাফল্য করবে বলে আশা রাখি।”