|
---|
নিজস্ব প্রতিবেদন:- “মৃতার ছেলে ও ছেলের বউ ফেরার থাকায় তাদের নাগাল পায়নি পুলিশ। শনিবার সকালে ওই বৃদ্ধার ছেলে ও ছেলের বউ বাড়ি ফিরলেই এলাকার মানুষেরা তাদের ধরে ফেলেন। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।”বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বটতলা এলাকায়। মৃত বৃদ্ধার নাম শুভদ্রা রায় বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধা মা শুভদ্রা রায়-এর উপর তার ছেলে ও ছেলের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো। শুক্রবার রাতে ওই বৃদ্ধাকে তার ছেলে ও ছেলের বউ-ই পুড়িয়ে মারে বলে অভিযোগ। পুলিশ শুক্রবার রাতেই ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।