|
---|
নিজস্ব সংবাদদাতা :রাজনগরের গণেশপুর গ্রামের পুকুরের পাড় থেকে গৃহবধুর দেহ উদ্ধার করল রাজনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বীরভূমের রাজনগর থানার অন্তর্গত গণেশপুর গ্রামে পুকুরের একটি পুকুরের পাড়ে প্রতিমা পাহাড়ি নামে প্রায় বছর চল্লিশের এক গৃহবধুর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়রা বিষয়টি রাজনগর থানায় জানালে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিমা পাহাড়ি নামে ওই মহিলার দেহ উদ্ধার করে রাজনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রতিমা পাহাড়িকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি কোন খুনের ঘটনা না আত্মহত্যা তা তদন্ত করছে রাজনগর থানার পুলিশ।