যাত্রীর খোয়া যাওয়া পার্স ও মোবাইল ১৫ মিনিটে ফেরাল পুলিশ

যাত্রীর খোয়া যাওয়া পার্স ও মোবাইল ১৫ মিনিটে ফেরাল পুলিশ

    নতুন গতি, রথবাড়ি :  মালদা জেলা ট্রাফিক পুলিশের তৎপরতায় বেসরকারি বাসে খোওয়া যাওয়া পার্স ও মোবাইল ১৫ মিনিটের মধ্যেই ফিরে পেলেন দুই মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি মোড়ে। মালদা জেলা ট্রাফিক পুলিশ ওসি বিটুল পাল জানান, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার কাদিরপুর এলাকার বাসিন্দা সুতপা দাস ইংরেজবাজারের রথবাড়ি মোড় থেকে একটি বেসরকারি বাসে উঠেছিলেন। বাসে উঠে তিনি দেখেন ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভিতর হাত দিয়ে দেখেন টাকার ব্যাগ সহ মোবাইল ফোন নেই। তখুনি বিষয়টি জানাজানি হতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। মাত্র ১৫ মিনিটের মধ্যেই হারিয়ে যাওয়া পার্স ও মোবাইল ফোন উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মহিলাটি যখন বাসে উঠেছিলেন তখনই তার ব্যাগের চেইন খুলে কে বা কারা পার্স ও মোবাইল সরিয়ে নেয়। তবে সেগুলি নিয়ে পালাতে না পেরে রাস্তার ধারে ফেলে দেয়। ট্রাফিক পুলিশ খোঁজাখুঁজি করে সেগুলি উদ্ধার করে মহিলার হাতে তুলে দেয়। ব্যাগের ভিতর আড়াই হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। হারানো জিনিস এত দ্রুত ফেরত পেয়ে জেলা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সুতপা দাস।