আফ্রিকান দুর্গ কে ভেঙে দিল পর্তুগিজরা, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল

নিজস্ব সংবাদদাতা:  ঘানাকে ৩-২ গোলে হারিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ শুরু করলো। ঘানা থেকে ধারে ভারে এটাই এগিয়ে পর্তুগাল। এদিন খেলার প্রথম আর্ধে কোন দল গোল করতে পারিনি।

     

    ম্যাচের দ্বিতীয় হাফে প্রথম থেকেই আক্রমণ চালায় পর্তুগিজ ফরওয়ার্ড লাইন, ৬৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর কিছুক্ষণের মধ্যে আবার ঘানা গোল পরিশোধ করে। তবে পর্তুগিজ ফরওয়ার্ড লাইনের কাছে আত্মসমর্পণ করে ঘানার ডিফেন্স সিস্টেম। আরো দুটি গোল করে ব্যবধান বাড়ায় পর্তুগাল। তবে ঘানার ফুটবলারা ছাড়ার পাত্র নয়, সমান তালে আক্রমণ চালাতে থাকে। ম্যাচের ৮৯ মিনিটে একটি গোল পরিশোধ করে ঘানা। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে যায় পর্তুগাল।