|
---|
নতুন গতি ডেস্ক : পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলির মানোন্নয়ন দিকে ব্যাপকভাবে নজর রেখে চলেছে তা বলার অপেক্ষা রাখে না বলে দাবি করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী জনাব এ কে এম ফারহাদ সাহেব। পাশাপাশি তিনি বলেন স্বাস্থ্যসাথী সহ অসুস্থ মানুষের চিকিৎসায় যে সদর্থক ভূমিকা মাননীয়া মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে তা অতুলনীয়। উত্তর পরগনা জেলার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি’র পৌরহিত্যে স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র গুলির উন্নতি কল্পে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন , সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডাঃ ধিমান ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওমর ফারুক, লিয়াকত আলী সাগর, আব্দুল অদুদ মিন্টু, প্রধানদের মধ্যে ছিলেন নওশাদ উদ জমান, উমা দাস, মোসলেমা বিবি, বাবলু পাড়ুই, সহ পঞ্চায়েত সমিতির সদস্য আরসাদ, ডাঃ মমতা মন্ডল সহ অন্যান্যরা।