|
---|
নিজস্ব সংবাদদাতা : চলতি বছরের শুরুতে ময়দার দাম ছিল ২৫০০ টাকা কুইন্টাল,বর্তমানে দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫০ টাকা কুইন্টাল। পাল্লা দিয়ে বেড়েছে চিনির দাম। কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল বেকারি অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছিল পাউরুটির দাম বাড়তে চলেছে। বেকারি শিল্পকে বাঁচাতে বাড়াতে হচ্ছে পাউরুটির দাম। এক পাউন্ড পাউডের দাম আগে ছিল ২৮ টাকা, রবিবার থেকে বেড়ে হবে ৩২ টাকা শহর কলকাতায়। ১০০ গ্রাম, ২০০ গ্রাম ওজনের পাউরুটির দামও বেড়ে যাবে।