|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে আগুন দাম মুরগির।কেজী প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে মুরগীর।দেশী মুরগী বেড়েছে পঞ্চাশ টাকা এবং ব্রয়লারের দাম বেড়েছে তিরিশ টাকা।শিলিগুড়ির বিধান মার্কেটের মুরগিহাটিতে মুরগির মাংশের দাম বেড়ে গেছে সাড়ে তিনশো টাকার কাছাকাছি,অন্যদিকে ব্রয়লার মুরগির মাংশের দাম বেড়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার কাছাকাছি।শিলিগুড়ির সুভাষপল্লী বাজারেও আগুন দাম বেড়েছে মুরগির,শিলিগুড়ি হায়দারপাড়াতেও মুরগি বিকোচ্ছে তিনশো টাকার পাশাপাশি।
যারা মুরগির মাংশ ছাড়া অন্য মাংশ পছন্দ করেন না,তাদেরকেও বাজারে গিয়ে হাত গুটিয়ে রাখতে হচ্ছে।বহু মানুষই বাজারে গিয়ে ফিরে আসছেন মুরগির দাম শুনে।শোনা যাচ্ছে আরো দাম বাড়তে পারে মুরগির মাংশের,কাজেই সমস্যা আপাতত কমছে না চিকেন রসিকদের কাছে।