রাখির দাম ৫ লক্ষ টাকা!

 

    নিজস্ব সংবাদদাতা: আজ রাখি বন্ধন উৎসব, গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। বিভিন্ন দোকানগুলিতে রাখি কেনবার জন্য ক্রেতারা ভিড় করছেন। তবে এই রাখি বন্ধন উৎসবের মূল আকর্ষণীয় গুজরাটের সুরাটে তৈরি রাখি।

    প্রসঙ্গত গুজরাটের সুরাটের একটি শোরুমে বিক্রি হচ্ছে সোনা হীরা প্লাটিনামের রাখি। রাখির দাম ৪০০ টাকা থেকে শুরু। সব থেকে বেশি মূল্যের রাখির দাম ৫ লক্ষ টাকা, ওই রাখি হিরা দিয়ে তৈরি, যার মধ্যে সোনার ওম রয়েছে। দেখার অপেক্ষায় কতজনের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এই রাখি।