|
---|
মালদা: রাজ্য সরকারের দুয়ারে প্রকল্প কর্মসূচী অনুষ্ঠিত হলো ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিভূতিভূষণ হাইস্কুল প্রাঙ্গণে। শনিবার রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষ সঠিক ভাবে আবেদন করতে পারছেন কিনা তারও তদারকি করে দেখেন সংশ্লিষ্ট ওয়ার্ড তৃণমূল দলের কাউন্সিলর পূজা দাস ।
এমনকি বেশকিছু আবেদনকারীদের বিভিন্ন প্রকল্পের আবেদন পত্র সঠিকভাবে লেখা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস। পাশাপাশি অনেক আবেদনকারীকে ফরম পূরণের ক্ষেত্রে তৃণমূল কাউন্সিলর সহযোগিতা করেন। ওয়ার্ড কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আবেদনকারী সাধারণ মানুষেরা।
২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর পূজা দাস জানিয়েছেন, রাজ্য সরকারের দুয়ারে প্রকল্প কর্মসূচি এদিন ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে। লক্ষী ভান্ডার , স্বাস্থ্যসাথী থেকে বিভিন্ন প্রকল্পের আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা ঠিকভাবে করতে পারছেন কিনা সেটিও দিন খতিয়ে দেখা হয়েছে। কোথাও কোনো সমস্যা থাকলে সেই আবেদন পত্র পূরণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।