|
---|
নিজস্ব সংবাদদাতা : রাত হলেই শুরু হচ্ছে পুকুরের মধ্যে আলোর বিকিরণ। তাই দেখবার জন্য ভিড় জমাচ্ছেন রিষড়ার সাধারণ মানুষ। কেউ বলছেন ভৌতিক ব্যাপার, কেউ বলছেন অলৌকিক, আবার কেউ বলছেন দিব্যজ্যোতি। সব মিলিয়ে, পুকুরের মধ্যে আলোর বিকিরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও এই ঘটনা যে অলৌকিভাবে হচ্ছে সে যুক্তি নস্যাৎ করেন রিষড়া বিজ্ঞান ইনস্টিটিউটের সদস্য রথীন শীল৷ স্থানীয় বাসিন্দাদের অলৌকিক তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি৷ তাঁর মতে, কোনও রাসায়নিক বিক্রিয়ার ফলেই এমনটা হচ্ছে৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে দিব্যজ্যোতির দর্শন! ভূপৃষ্ঠে থাকা জলাশয়ের মধ্যেই অবিকল সূর্যদেবের জ্বলন্ত রূপ। সোমবার রাত থেকেই এই ঘটনা শুরু হয়েছে। তবে দিনের আলো ফুটতেই আলোও উধাও। দিন গড়িয়ে রাতের অন্ধকার নামতেই আবারও গোল আলোর ঝলকানি। এমনই এক অলৌকিক ঘটনার সাক্ষী হুগলির রিষড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ৩ নম্বর পদ্মপুকুরের বাসিন্দারা। সাধারণের ভিড় সামলাতে মোতায়েন পুলিশও। স্থানীয়দের বক্তব্য, বহু পুরনো, এলাকার এই পদ্মপুকুর।বিজ্ঞানমনস্কদের মতে কিন্তু বর্ষায় পুকুরে আলো দেখার সাথে কোন অলৌকিক কিংবা ভৌতিক ঘটনার মিল নেই। রিষড়া বিজ্ঞান ইন্সটিটিউটের সদস্য রথীন শীল বলেন, “এই ঘটনার কারণ অলৌকিক অথবা ভৌতিক নয়। পুকুরে রাসয়নিক কোনও বিক্রিয়ার ফলেই আলোক ছটা বেড়িয়ে আসতে পারে। আসলে এটি ‘আলেয়া’। পুরনো পুকুরে পাঁক কিংবা পচে যাওয়া গাছ-পাতা অথবা আবর্জনা থেকে বেরনো মিথেন গ্যাস বর্ষায় বায়ুর সংস্পর্শে এসে জ্বলে উঠে। মিথেন গ্যাস বেশি থাকলে আগুন জলের বাইরে বেরিয়ে আসতে পারে আবার অনেক সময় জলের নীচে কিংবা জলস্তরেও তা জ্বলজ্বল করতে পারে। যাকে বিজ্ঞান সম্মত ভাবে ‘আলেয়া’ বলা হয়।” রিষড়ার ৩নম্বর পদ্মপুকুরেও সেই আলেয়ার দেখা মিলেছে বলে তাঁর ধারণা। সুতরাং এটি কোন অলৌকিক কিংবা ভৌতিক ঘটনা নয় বলে মত তাঁর।