বৃষ্টি দিল স্বস্তি, পাহাড় আবার ঠান্ডা ঠান্ডা কুল কুল

নিজস্ব সংবাদদাতা :বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছিল দক্ষিণ বঙ্গের সঙ্গে তালে তাল মিলিয়ে বাড়ছিল উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। পাহাড়েও শীতের আমেজ উধাও হয়ে গিয়েছিল। তবে বুধবার বিকেলে দার্জিলিং শিলিগুড়ি সংলগ্ন এলাকা সহ আরো বেশ কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়। তারপরে কেল্লাফতে, এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে যায়। গরমের দহন উধাও হয়ে যায়। পাহাড়েও পুনরায় শীতের আমেজ বহাল। প্রসঙ্গত বৃহস্পতিবার দিন পাহাড় শহর সমতলের অনেক জায়গায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা সেভাবে পাওয়া যায়নি। দার্জিলিঙে আবার সেই ঠান্ডা ঠান্ডা কুল কুল ভাব। পর্যটকদের খানিক স্বস্তি মিলেছে। বৃহস্পতিবার দিন পাহাড়সহ সমতলের বেশ কিছু এলাকায় গড় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে।

     

    বৃহস্পতিবার দার্জিলিং এ গড় তাপমাত্রা ছিল ২০, সান্দাকফুতে ১৭, শিলিগুড়ি । আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে পাহাড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।