|
---|
উজির আলী,রতুয়া:২৮ নভেম্বর
রতুয়া বিধানসভা কেন্দ্রের রতুয়া ১ নং ব্লকের চাঁদমুনি ১ অঞ্চলের চাঁদমুনি ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে ধর্মীয় জালসা আয়োজন করা হয়েছে। জেলা ও ভিনজেলা থেকে আগত বক্তারা শুক্রবার সারারাত ধরে উপস্থিত শ্রোতাদের সামনে ধর্মীয় বক্তব্য কোরান ও হাদিসের ব্যাখ তুলে ধরেন। এই জালসায় আমন্ত্রিত অতিথি হিসেব উপস্থিত হয়েছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ ইয়াসিন সহ প্রমুখরা।
তিনি ফিতে কেটে ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন।প্রতিবছরই চাঁদমুনি ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে জালসা অনুষ্ঠিত হয়। এবারও বিকল্প নেই। তবে করোনা আবহে অনুষ্ঠানের চিত্রটা এবার অন্যরকম।জালসা কে কেন্দ্র করে মেলা বসলেও ভিড় দেখা যায়নি।