মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে শুরু হল ভাগীরথী সেতুর মেরামতের কাজ

নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে শুরু হল ভাগীরথী সেতুর মেরামতের কাজ (Murshidabad News)। রাজ্য সড়ক সংলগ্ন রঘুনাথগঞ্জে গঙ্গার অপর পারে অবস্থিত জঙ্গিপুর শহর। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বাম আমলে তৈরি করা হয়েছিল ভাগীরথী নদীর ওপর এই সেতু । কিন্তু সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই এই সেতুর অবস্থা বেহাল হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল সাধারণ মানুষের। সম্প্রতি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের কথা উল্লেখ করে একটি বিবৃতি জারি করা হয়। সেই মতো বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের দিক থেকে শুরু হল ভাগীরথী সেতুর সংস্কারের কাজ। সেতু মেরামতের জন্য প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার থেকে জারি করা হয়েছে যান চলাচলে বিধিনিষেধ। আগামী ২৯শে মার্চ পর্যন্ত বহাল থাকবে এই বিধি নিষেধ।জঙ্গিপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজ চলাকালীন সকাল ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ(Murshidabad News) । রাত্রি ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে যান চলাচলে। শুধু মাত্র মোটর বাইক, সরকারি গাড়ি এবং জরুরি পরিষেবার সাথে যুক্ত গাড়ি চলাচল করতে পারবে। এদিকে ব্রিজে যান চলাচল বন্ধ থাকার ফলে, কেউ পায়ে হেঁটে সেতু পারাপার করছেন, কেউ বা নৌকাতে পারাপার করছেন। জঙ্গিপুরের বাসিন্দা গৌতম ঘোষাল জানান, “দীর্ঘদিন ধরে এই সেতুর অবস্থা বেহাল ছিল। আজকে থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ায় খুশি আমরা। আবার সেতু আগের জায়গায় ফিরে আসুক।”রঘুনাথগঞ্জের এক বাসিন্দা সুজাউদ্দিন সেখ জানান, “ভাগীরথীর ওপর এই সেতু অন্যতম সংযোগকারী সেতু। ওপারে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা সহ বিস্তীর্ণ এলাকায় যাতায়াতের অন্যতম রাস্তা। দীর্ঘ কয়েক বছর ধরে সেতুর অবস্থা খারাপ ছিল। প্রায়ই ঘটছিল দুর্ঘটনা। অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে সেতু মেরামতির কাজ শুরু হল, এটাতে আমরা খুশি। বর্তমানে অসুবিধা হলেও কাজ হওয়ার ফলে খুশি সাধারণ মানুষ।”