|
---|
সাকিব হাসান,দঃ ২8 পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিতলা আশুতি থানার অন্তর্গত মহিষগোট ব্রিজের উপর গতকাল গভীর রাতে একটি টাটা সুমো নিয়ে বেশ কয়েকজন জমায়েত করে ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে কালিতলা আশুতি থানার এস.আই, আবু হাসান সহ বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ওই এলাকায়। ঘটনাস্থল থেকে একটি টাটা সুমো সহ তিনজনকে আটক করে পুলিশ। তার মধ্যে বেশ কয়েকজন পালিয়ে যেতেও সক্ষম হয়। এদের কাছ থেকে একটি ভজালি, দুটো গাইতি, লোহা কাটার মেশিন, একটি প্লাস, একটি লোহার এস, দুটি লোহার রড সহ বেশকিছু অস্ত্র ও প্রচুর দড়ি উদ্ধার করা হয়েছে। টাটা সুমো সহ তিনজন ধৃত ব্যক্তির বিরুদ্ধে কালিতলা আশুতি থানার পুলিশ মামলা রুজু করেছে। আজ তাদেরকে আলিপুর কোটে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিতলা আশুতি থানার পুলিশ।