দ্বিতীয় দিনের লকডাউনে পুলিশের ভূমিকা প্রশংসনীয়, ২১১জন অমান্যকারী গ্রেপ্তার মেদিনীপুরে 

নতুন গতি নিউজ ডেস্ক, মেদিনীপুর: করোনা মোকাবিলায় রাজ্য সরকার সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে বৃহস্পতিবার, শনিবার ও বুধবার। আজ ছিলো লকডাউনের দ্বিতীয় দিন। পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয় । রাস্তায় পুলিশি টহল ছিল যথেষ্ট। এমনকি মেদিনীপুরের অনেক জায়গায় ড্রোনের সাহায্যে নজরদারি চালিয়েছে।
লকডাউন অন্যান্যকারীদের কখনো লাঠি উঁচিয়ে আবার কখনো কান ধরে উঠবস করিয়ে শাস্তি দিয়েছে। কোনো কারণ ছাড়াই যারা রাস্তায় বেরিয়ে পড়েছে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করেছে। প্রশাসন সূত্রে খবর, কিছু ক্ষেত্রে লকডাউন অমান্য করার জন্য ২১১ জনকে আটক করা হয় (এদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে আইনের বিশেষ ধারায় মামলা দায়ের করা হয়)। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে, নিরন্ন ও ভবঘুরে মানুষদের দুপুরের খাবার তুলে দেওয়া হয়।