সিলিন্ডার দুর্ঘটনায় বাড়ির ছাদ উড়ে গেল দেগঙ্গায়

সিলিন্ডার দুর্ঘটনায় বাড়ির ছাদ উড়ে গেল দেগঙ্গায়

    বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা:  দেগঙ্গার ঝিকরা গ্রামে বৃহস্পতিবার সকালে সিলিন্ডার ফেটে বাড়ির ছাদ উড়ে গেল এক ফুচকা বিক্রেতার। প্রশাসন সূত্রে জানা যায় ওই ফুচকা বিক্রেতার বাড়িতে ফুচকা ভাজার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করত,কোনক্রমে আগুন লেগে সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলে জানা যায়।  দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। আহত ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক রহিমা মন্ডল ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী এ কে এম ফারহাদ সহ প্রশাসনিক আধিকারিকরা। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমবেদনা জ্ঞাপন করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মহিদুল হক সাহাজি, আইসি অজয় কুমার সিংহ, বিডিও সুব্রত মল্লিক,জনপ্রতিনিধি, আব্দুল অদুদ মিন্টু, আসাদুল হক, ইয়াসিন হক, আসিফ সহ অন্যান্যরা।