লোকালয়ে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার,এলাকায় আতঙ্ক

লোকালয়ে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার,এলাকায় আতঙ্ক

    কুতুবউদ্দিন মোল্লা : দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানা, শুক্রবার সাত সকালে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েলেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিড়ীপুর পঞ্চায়েতের চরঘেরী গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে চরঘেরী গ্রাম সংলগ্ন গোমর নদীতে একদল মৎসজীবী মাছ ধরছিল। এমন সময় একটি পুর্নাঙ্গ বয়সে বাঘ ঝিলা ৪ জঙ্গল থেকে নদী পার হয়ে লোকালয়ের দিকে আসতে দেখে।তখনই মৎস্যজীবিরা চিৎকার করে গ্রামের লোকদের জড়ো করে। মুহুর্তের মধ্যে খবর চাউল হতে গ্রামে ভিতর। খবর পৌঁছে যায় সজনেখালি রেঞ্জ অফিসে। সঙ্গে সঙ্গে বনবিভাগের কর্মীরা এসে জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেন।আর এমন খবরে উৎসুক জনতার ভীড় জমায় ঘটনাস্থলে।গ্রামবাসী মানুষের ভীড় ও চিৎকার শুনে বাঘটি আশ্রয় নেয় গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ অরণের ভিতরে। বনবিভাগের কর্মীরা ও গ্রামবাসীরা একত্রিত হয়ে বাজী পটকা ফাটিয়ে আওয়াজ করে। ভয় দেখানোর চেষ্টা করে।বেলা ১১টা নাগাদ বাঘটি কে আবার সুন্দরবনের জঙ্গলে ফেরাতে সক্ষম হয়।লোকালয়ে বাঘ আসাকে কেন্দ্র করে চরঘেরী গ্রামের মানুষরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। গ্রামবাসি সুজিত গায়েন,মধু মন্ডল, জানিয়েছেন ওই বাঘ আবারও আসতে পারে লোকালয়ে। সে কারনে পরিবার পরিজনদের নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।