|
---|
উত্তরবঙ্গ: এনজেপী থেকে মাত্র তিন ঘন্টার রাস্তা।ছবির মত জায়গা মাদারীহাটের “দ্য রয়াল হেরিটেজ”এখন উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম জনপ্রিয় জায়গা।এর রুপকার পঙ্কজ দত্ত বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা।পেশায় ব্যাবসায়ী পঙ্কজ বাবুর চিন্তা ছিলো একেবারেই অন্যরকমের।তাই তার সাধের “দ্য রয়াল হেরিটেজ “এখন ঝলমল করছে উত্তরবঙ্গজুড়ে।এন জেপী থেকে তিন ঘন্টার রাস্তা।ভিসতা ডোম ট্রেনে মাদারীহাটে পৌছানো যাবে সহজেই।অসাধারন জায়গা মাদারীহাটের “দ্য রয়াল হেরিটেজ “আপনাকে আনন্দ দেবে প্রচুর।সেখানে গেলে আপনি দেখতে পাবেন সাওতাল নৃত্য।যা দেখে মন ভরে যাবে আপনার।থাকা খাওয়া দিয়ে আপনি নিজেকে খুশি রাখতে পারবেন।মাদারীহাটের মনোহর দৃশ্য দেখে আপনার এখানে আসা সার্থক হয়ে যাবে।একটু অন্যরকমের জায়গা মাদারীহাটে ঘুরে আপনার ভালই লাগবে।আবার আসিব ফিরে এই চিন্তা করেই আপনি মাদারীহাট ছাড়বেন।
দ্য রয়াল হেরিটেজ এখন উত্তরবঙ্গের সমস্ত দেখবার জায়গার সাথে সমানে পাল্লা দিয়ে চলছে।তার সৌন্দর্য দেখে আপনি চমকে যাবেন দাবী ওখানকার স্থানীয় লোকেদের।একথা মেনেই নেওয়া যায় “দ্য রয়াল হেরিটেজ অনেকটাই বৈচিত্র্যময় করে তুলেছে মাদারীহাটকে।