বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুথ ভিত্তিক কর্মীসভা আরো জোরদার করছে শাসকদল তৃণমূল

নতুন গতি, মালদাঃ- ২০২১ বিধানসভা নির্বাচন শুরু হতে হাতে গোনা কয়েক মাস। আর এই বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে ঘরোয়া পর্যালোচনা করতে দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দল গুলোকে। সেই মতে শাসকদল ও বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে ঘর সাজাতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। এদিন তারই ছবি দেখা গেলো মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাটে।পাকুয়াহাট অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বুথের কর্মীদের নিয়ে একটি বুথ ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত বামনগোলা ব্লকের পকুয়াহাটের কলেজ অডিটরিয়ামে। এদিন ওই কর্মীসভায় মূলত আগামী ২১ নির্বাচনকে সামনে রেখে সকল কর্মীদের আরও সক্রিয় হতে বলে ব্লক নেতৃত্বরা। আগামী বিধানসভা নির্বাচনে বুথ স্তরের কর্মীদেরকে কিভাবে কাজ করতে হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সভায়। এদিন ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের সভাপতি অশোক সরকার, পকুয়াহাট অঞ্চল সভাপতি শ্যামল মন্ডল, ব্লক তৃনমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমল কিস্কু, ব্লক তৃণমূলের ছাত্র নেতা টোটোন দাস, যুব সভাপতি সমীর কর্মকার, যুব সহ সভাপতি সুজয় সাহা সহ অন্যান্য নেতা কর্মীরা।