|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপের খাসি মারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দ্বি-তল বিশিষ্টি ভবনটি আজ দুপুরে পূর্ণিমার ভরা কোটালে ভেঙে পড়ে। শুধুই স্কুল নয় একের পর এক বাড়ি ঘর ভেঙে পড়ছে ঘোড়ামারা দ্বীপে। এলাকার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার বিধানসভা এলাকাধিন। কিছুদিন আগে ইয়াস নামক প্রাকৃতিক বিপর্যয়ে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল, তার ক্ষত এখনো মেটেনি । আবার ঘোড়ামারা দ্বীপে এই মুহূর্তে পূর্ণিমার ভরা কোটালে স্কুল বাড়িটি নদীগর্ভে চোখের পলকে তলিয়ে গেল। এখনও পর্যন্ত ব্লক প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।