|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সমস্ত কোভিড ও সাস্থ্যবিধি নিয়ম মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের পঠন পাঠন, ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যর সমস্ত স্কুল চালু করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কিছু গাইডলাইন ও সাস্থ্যবিধি মেনেই ক্লাস করতে হবে শিক্ষকদের এমনই বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
যেমন, সামাজিক দূরত্ব মানতে হবে, স্কুলের মূল গেটে কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেরে রাখতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে, ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। স্কুল বিল্ডিং, করিডোর, চেয়ার টেবিল নিয়মিত স্যানিটাইজ করতে হবে।
ছাত্রছাত্রীরা নিয়ম ঠিকঠাক পালন করছে কিনা, সেদিকে নজর রাখতে হবে শিক্ষক শিক্ষিকাদের।
নিজের ব্যবহৃত বই খাতা অন্য কাউকে দেওয়া যাবে না। স্কুলের পোশাক প্রতিদিন ধুতে হবে। একাধিক পোশাক না থাকলে পোশাক ১২ ঘন্টা বাইরে রেখে তারপর ব্যবহার করতে হবে, নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে।
কোনো গয়না যেমন, আংটি, হার বা কানের দুল পরা যাবে না। স্কুল চত্বরে অভিভাবকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকদেরও সামাজিক দূরত্ব মানতে হবে, ও সমস্ত গাইডলাইন কোভিড বিধি নিয়ম মেনে চলতে হবে।