|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার উত্তর সানি পার্ক এলাকায়। জানা গেছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্ত স্কুল শিক্ষকের নাম কালী সিনাহা। গত তিন বছর হলো তিনি ওই এলাকায় বাড়ি করেছেন। কালিয়াচক মাজরুল উলুম হাই মাদ্রাসার শিক্ষক তিনি। আক্রান্ত শিক্ষকের অভিযোগ এলাকায় বাড়ি তৈরি করার পর থেকেই গন্ডগোল প্রতিবেশী সমীর সরকারের সাথে। তাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে চাই অভিযুক্ত। এই নিয়ে পুরনো একটি আক্রোশ ছিল তার। এই আক্রোশের জেরে এদিন সকালে সমীর সরকার বাড়িতে ঢুকে তাদের ওপর চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। পায়ে এবং মাথায় গুরুতর চোট পেয়েছে তার। বর্তমানে আতঙ্কে তারা বাড়িতে থাকতে পারছেন না প্রাণ ভয়ে আজ ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি এবং তার পরিবার। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত শিক্ষক।