বনাধিকার গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম জেলার দ্বিতীয় সম্মেলন ঝাড়গ্রামের বলাকা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হল

নিজস্ব সংবাদদাতা :বনাধিকার গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম জেলার দ্বিতীয় সম্মেলন ঝাড়গ্রামের বলাকা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হল। এই সভা সঞ্চালনা করেন মোর্চার যুগ্ম আহ্বাবায়ক চৈতন বেসরা এবং মন্টু মুর্মু। এই সভায় ২০০ জনের বেশি বনবাসী অংশগ্রহণ করেন। পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন গ্রামসভার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে ঝাড়েস্বর মান্ডি সভা পরিচালনা করেন। সভায় অংশগ্রহণ করেন, ঝাড়গ্রাম জেলার রেঞ্জ অফিস থেকে বন দপ্তরের শ্রী গোপাল কুমার চন্দ্র ঘোষ ।

    সভার পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয় বনবাসীদের তপশিলী উপজাতি ও অন্যান্য চিরাচরিত বনবাসী (বনাধিকারের স্বীকৃতি) আইন, ২০০৬ [The Scheduled Tribes and other Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006] আইনটি প্রয়োগ করার দাবী জানান হয়। বিশেষত যে সমস্ত গ্রামবাসীরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়ে গ্রাম সভা তৈরি করেছেন এবং গ্রাম সভার মাধ্যমে আইন মোতাবেক দাবিপত্র জমা দিয়েছেন, তা অবিলম্বে ক্ষতিয়ে দেখে স্বীকৃতি দেওয়ার দাবী করা হয়। এই সভায় নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়তের উপপ্রধান মাননীয় সুপাই মুর্মু, বনাধিকার আন্দোলনের গবেষক তুষার দাস, একশন এড কোলকাতা রিজিওনাল ম্যানেজার সুরজিৎ নিয়োগী এবং বলাকা সাংস্কৃতিক মঞ্চর সম্পাদক শ্রী নভেন্দু হোতা বনাধিকার আইন কার্যকারী করার সপক্ষে বক্তব্য রাখেন।

     

    সভায় (১) নয়াগ্রাম ব্লকের ৯টি গ্রাম সভা – কলমাপুখুরিয়া পশ্চিম, ভালিয়াচাটি, চিরিপিটি, হাড়িমারি খাসজঙ্গল, বাঁশিয়াশোল, খাসজঙ্গল নলদাম, জঙ্গলখাস বাগডোবা, কপ্তিভোল এবং কুকরাখুপি, (২) বিনপুর ২ ব্লকের ৫টি গ্রামসভা – জয়পুর-মুর্গাডাবর, বাঁকশোল, উখুলডুবা, বারিঘাটি এবং টংভেদা গ্রামসভা থেকে, (৩) পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গ্রামসভা এবং (৪) পুরুলিয়ার, বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামসভা থেকে প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা গ্রামসভার পক্ষ থেকে গ্রামের বনজ সম্পদ কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, কিভাবে জীববৈচিত্র রক্ষা করবেন, জল সম্পদ কিভাবে ব্যবহার করবেন, জীবন জীবিকা উন্নয়নের জন্য বনাধিকারের স্বীকৃতি কেন প্রয়োজন এ নিয়ে বিশদ আলোচনা করেন।

     

    এই সভায় আরো বক্তব্য রাখেন – ইন্দুসুধা ভক্তা, সুপাই মুর্মু, হাঁসি সরেন, নিশিত মুণ্ডা, শশাঙ্ক দেব, নকুল বাস্কে, দিলিপ সরেন এবং ঝর্ণা আচার্য। বনাধিকার আইন এবং হাতি করিডর নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ব্যাখ্যা করেন আইনজীবী শান্তনু চক্রবর্তী।

     

    এই অনুষ্ঠানে মোর্চার আগামী দিনের কাজ পরিচালনা করার দায়িত্ব নেবার জন্য আহ্বায়ক নির্বাচিত হন চৈতন বেসরা এবং মন্টু মুর্মু।

     

    চৈতন বেসরা (আহ্বাবায়ক) – ৭৫৮৩৯৪৯৯৮১ ঝর্ণা আচার্য (উপদেষ্টা) –