|
---|
রাজ্যে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির কাউন্সেলিং-এর দ্বিতীয় দফার রেজিস্ট্রেশন শুরু
নতুন গতি ডিজিটাল ডেস্ক : ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস্ বাের্ডের অধীনে পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং/ ফার্মাসিতে ভর্তির কাউন্সেলিং-এ যাঁরা প্রথম দফায় রেজিস্ট্রেশন করেননি, তাঁরা আগামিকাল ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফায় রেজিস্ট্রেশন করতে পারেন।
কয়েকটি জরুরি তথ্য:
• সমস্ত ভর্তি প্রক্রিয়াই হচ্ছে অনলাইনে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে
• এর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
• দ্বিতীয় দফার জন্য রেজিস্ট্রেশন ও নথি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর, ২০২০ ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে রাজ্য জুড়ে ১৭ হাজারেরও বেশি কমন সার্ভিস সেন্টারের ব্যবস্থা করা হয়েছে,
যেখানে বিনামূল্যে রেজিস্ট্রেশন ও ডকুমেন্ট আপলােড করা যাবে।
• বিশদে জানতে ও রেজিস্ট্রেশনের জন্য
লগ অন করুন https://wbjeeb.nic.in
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও আধুনিক
পরিকাঠামাে-সহ ১১৬টি প্রতিষ্ঠানে
প্রায় ৩৪ হাজার আসনে ইঞ্জিনিয়ারিং শিক্ষার সেরা কারিগর পশ্চিমবঙ্গই।
এই সুবর্ণ সুযােগের সদ্ব্যবহার করুন।