কালিয়াচকের ফরওয়ার্ড ব্লক নেতা তথা টোটো ইউনিয়নের থানা রুটের শ্রমিক নেতা জাকির হোসেনের আকস্মিক প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, মোথাবাড়ি : কালিয়াচকের ফরওয়ার্ড ব্লক নেতা তথা টোটো ইউনিয়নের থানা রুটের শ্রমিক নেতা জাকির হোসেনের আকস্মিক প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বয়স হয়েছিল মাত্র 88 বছর । তার মৃত্যুতে কালিয়াচকবাসী হারালো একজন গরীব দরদি ও জনপ্রিয় নেতাকে।

    সোমবার গভীর রাতে হঠাৎই ব্রেন স্ট্রোক হয়ে অসুস্থ হন। কালিয়াচকের বাড়িতে। সেখান থেকে তড়িঘড়ি ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ তার মৃত্যু হয় ।মৃত্যুর খবর কালিয়াচক পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। কালিয়াচকের পার্টি অফিসে পতাকা অর্ধনমিত রাখা হয় বলে জানিয়েছেন এরিয়া কমিটি সম্পাদক সামেদ আলী। হাসপাতাল থেকে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় মালদা শহরের সিঙ্গাতলা পার্টি অফিসে। সেখান থেকে কালিয়াচক পার্টি অফিসে । তিনি ফরওয়ার্ড ব্লকের নেতা হলেও তার মৃত্যুতে প্রায় সব রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন । কংগ্রেস নেতা এনারুল হক জানান, তিনি মানুষের জন্য কাজ করতেন। দল-মত নির্বিশেষে মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকতেন। মৃত্যু খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মৈত্র, সভাপতি তপন চৌধুরী , কংগ্রেসের খুরসেদ আলি, শ্রমিক নেতা শাহজাহান আলি, ইব্রাহিম সেখ, প্রমুখ ।শ্রীমন্ত মৈত্র জানান, রাজনৈতিক জীবনে আমি আমার একজন ডান হাতকে হারালাম। তার কাজের স্পৃহা ও গুণাবলী নজিরবিহীন। ফরওয়ার্ড ব্লকের নেতা হরমুজ আলী, সামেদ আলী, প্রাক্তন নেতা জিয়াউল হক প্রমুখরা বলেন, তিনি শ্রমিকের জন্য সারাক্ষণ কাজ করতেন। কালিয়াচকের রাস্তাঘাট, বিদ্যুৎ ,পানীয় জল, রেল রোকো আন্দোলন সহ বহু আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়ে কালিয়াচকের উন্নয়নের আন্দোলনকে তরান্বিত করেছিলেন । লড়াকু নেতা জাকির হোসেন। তার অকাল প্রয়াণে কালিয়াচক হারালো এক বিশিষ্ট নেতাকে ।