|
---|
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, মেদিনীপুর: আবারও মানবিক প্রয়াস গ্রহণ করলো শালবীথি।উৎসবের প্রাক্কালে জঙ্গলমহলের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেন। সোমবার সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গড়মাল গ্রামের ৬০ জন শিশু ,মহিলা এবং পুরুষদের হাতে পুজোর উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেওয়া হয়। শালবীথি পরিবার শহরাঞ্চলের বাইরেও জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে এর আগেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। জঙ্গলমহলের গড়ার এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জনজাতি এবং লোধা শবর আদিবাসী সম্প্রদায়ের মানুষেদের হাতে পোষাক তুলে দেওয়া হয়।
শালবীথি পরিবারের এদিনের কর্মসূচিতে শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন চুনি কোটাল ট্রাস্টের কর্ণাধার মৃণাল কোটাল, সমাজসেবী গোপাল সাহা, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস , চিত্রশিল্পী শিক্ষিকা মঞ্জু হেমরম, পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ সিং প্রমুখ।
শালবীথির পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী পাঞ্চালী চক্রবর্তী, সম্পাদিকা রীতা বেরা, রাজশ্রী মন্ডল, সুদীপ্তা দে, সবিতা মিত্র ,মৃদুলা ভুঁইয়া ,ঝুমঝুমি চক্রবর্তী , মনোয়ারা বেগম , দ্বীপানিতা সেনসহ অন্যারা।এই কাজে সহযোগিতার বিশেষ হাত বাড়িয়ে দেওয়ার জন্য শালবীথির পক্ষে উদ্যোগপতি চন্দন বোস, আনন্দগোপাল মাইতি,শিক্ষাব্রতী সত্যব্রত দোলই, শিক্ষিকা অজন্তা রায় সহ অন্যান্যদের ধন্যবাদ জানানো হয়েছে।