নবীন ভোটারদের ভোটদানে উৎসাহ যোগাতে এক অভিনব পন্থা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

নবীন ভোটারদের ভোটদানে উৎসাহ যোগাতে এক অভিনব পন্থা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

     

     

     

     

    সাকিব হাসান, দক্ষিণ ২৪ পরগনা : নবীন ভোটারদের ভোটদানে উৎসাহ যোগাতে এক অভিনব পন্থা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সুন্দরবন অঞ্চলের কাকদ্বীপে খেলার মাধ্যমে ভোটদানে উৎসাহ যোগানো হয়। এদিন খেলার মাধ্যমে শিক্ষা পেলেন নবীন থেকে প্রবীণ সমস্ত ভোটাররাই। মহিলা ভোটাররাও এই খেলায় অংশগ্রহণ করেন। প্রথম বলটি করে এই খেলার শুভ সূচনা করেন একজন সরকারি আধিকারিক। খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়াতে এই ধরনের উদ্যোগ সুন্দরবন অঞ্চলে এই প্রথম। এই ধরনের উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীদের মতে, এই ধরনের উদ্যোগের ফলে জেলা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে।

     

    প্রসঙ্গত উল্লেখ্য, অন্তরা আচার্য দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসক হয়ে আসার পরই এই ধরনের নব নব উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছেন এলাকার মানুষের সঙ্গে প্রশাসনের নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য। অন্তরা আচার্য যখন উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক ছিলেন তখনও আমরা দেখেছি, এই ধরনের বহু নয়া উদ্যোগ তিনি নিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য।