|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ লাগাতার অভিযান চালাচ্ছে আইপিএল বেটিং চক্রের বিরুদ্ধে । প্রধান নগর থানা , মাটিগাড়া থানা , ভক্তিনগর থানা এলাকায় আইপিএল বেটিং চক্রের বেশ কয়েক জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ । এরপর শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ দু’দিন আগে আইপিএল বেটিং চক্র চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ।
এবার ফের শিলিগুড়ি থানা এবং প্রধান নগর থানার পুলিশের যৌথ অভিযানে মিলল সাফল্য । পুলিশের জালে তিন অভিযুক্ত । পুলিশ সূত্রে জানা গিয়েছে , অভিযুক্তদের নাম মোহিত আগরওয়াল , অক্ষয় বরার এবং রমেশ নায়ক । অভিযুক্ত তিনজন বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি এবং প্রধান নগর থানা এলাকায় রমরমা আইপিএল বেটিং এর অবৈধ করবার চালাচ্ছিল। লক্ষ লক্ষ টাকার কারবার চালাচ্ছিলো তারা। এর সাথে যুক্ত ছিল প্রচুর কম বয়োসি ছেলেরা। মোটা টাকার লোভে এরা এদের সাহায্য করত বলে খবর।