ভোট পরবর্তী হিংসায় বাড়ি ছাড়াদের বাড়ি ফেরানোর বিশেষ প্রক্রিয়া কুলতলিতে

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ১৭ই মে কুলতলি বিধানসভার মৈপিঠ কোষ্ঠাল থানার অধীনস্থ পশ্চিম দেবীপুরে দেবব্রত ভোক্তার বাড়িতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আচমকা হামলা, এলাকায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার পরিপ্রেক্ষিতে এবং মৈপিঠ কোস্টাল থানার নিষ্ক্রিয়তার প্রতিবাদে ও ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে কুলতলী মৈপিঠ কোস্টাল থানায় এলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্পাদিকা শর্বরী মুখার্জি। ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর,জেলার জেনারেল সেক্রেটারি অলোক হালদার, জয়নগর সাংগঠনিক জেলার SC মোর্চার সভাপতি গোবিন্দ মাঝি, জয়নগর সাংগঠনিক জেলার ভাইস-প্রেসিডেন্ট মিন্টু হালদার, জেলা কমিটির সদস্য উত্তম হালদার,জেলা সম্পাদক নিমাই হালদার, জেলা কমিটির সদস্য নিত্যরঞ্জন তাঁতি, কুলতলি এক নম্বর মন্ডল সভাপতি তাপস বাগানি, দুই নম্বর মন্ডল সভাপতি গৌতম হালদার, তিন নম্বর মন্ডল সভাপতি পলাশ গায়েন, চার নম্বর মণ্ডল সভাপতি অমিত মন্ডল এছাড়া ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলার কর্মকর্তাসহ কুলতলী বিধানসভার ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ কর্মকর্তারা। মৈপিঠ কোষ্ঠাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসূদন পালের কাছে স্মারকলিপি জমা দেন।