|
---|
খান আরশাদ, বীরভূম:
বাম আমলে খেলাধুলা শেষ হয়ে গেছিলো, এখন আবার ফিরে এসেছে, রাজনগরে একটি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে এরকমই মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।
রাজনগরের খোদাইবাগ গ্রামে পাঁচদিন ব্যাপী এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, রবিবার এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল,রাজনগর তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা, বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ নন্দী সহ বহু বিশিষ্টজনেরা।
টুর্নামেন্টের এই অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বলেন বাম আমলে খেলাধুলা প্রায় শেষ হয়ে গিয়েছিল, বর্তমানে ফের খেলাধুলা ফিরে এসেছে। ক্লাব ও মাঠের উন্নতির জন্য উদ্যোক্তাদের পাশে আছেন বলে জানান অনুব্রত মণ্ডল। পাশাপাশি শহরের থেকে গ্রামাঞ্চলে খেলাধুলা অনেকাংশে বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।