ঘুম ফেস্টিভাল শুরু , মূল আকর্ষণ রাতে টয়ট্রেন

নিজস্ব সংবাদদাতা : শনিবার থেকে শুরু হয়েছে ঘুম ফেস্টিভ্যাল, ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে । এবারে এই উৎসবের মুখ্য আকর্ষণ থাকছে রাত্রিকালীন টয়ট্রেন পরিষেবা। মূলত পর্যটকদের আরো উৎসবমুখী করতে হিমালয়ান রেলওয়েতে তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্ধ্যে ৬ টাতে দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ হয়ে পৌঁছে যাবে টয় ট্রেন ঘুম স্টেশনে।সেখানে কিছুক্ষণ বিরাম নেওয়ার পর আবার দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা করবে টয় ট্রেন। রাতের কুয়াশা দূরে সরিয়ে কু ঝিকঝিক শব্দ করে চলবে টয়ট্রেন। পাহাড়ের গায়ে কান পাতলে শোনা যাবে টয় ট্রেন চলার শব্দ। এই উৎসবকে আরও আকর্ষণীয় করতে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন মুখরোচক খাবারের ডিশ। ঘুম ফেস্টিভ্যাল কে ঘিরে উৎসাহী পর্যটক মহল, সাথে খুশি পর্যটন ব্যবসায়ীরা।