লকডাউনের পর বাস ভাড়া বাড়ছে না সাফ জানিয়ে দিল রাজ্য

লকডাউনের পর বাস ভাড়া বাড়ছে না সাফ জানিয়ে দিল রাজ্য

    নতুন গতি প্রতিবেদক : লকডাউনের পর বাস ভাড়া বাড়ছে না সাফ জানিয়ে দিল রাজ্য। বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর জন্য তাদের মালিকপক্ষের সংগঠন প্রস্তাব দিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন তা নাকচ করে দেওয়া হয়েছে।

    বাসমালিক দের দাবি শেষ পর্যন্ত মেনে নিল না পশ্চিমবঙ্গ সরকার। বাসমালিকরা চেয়েছিলেন বাসে উঠলেই ১৭ মে থেকে যাত্রীদের দিতে হবে ২০ টাকা করে নতুন ভাড়া। প্রথম ৪/৬ কিমির জন্য। এর পর থেকে প্রতিটি স্তরের জন্যে দিতে হবে বাড়তি ভাড়া। যা চলতি ভাড়ার প্রায় তিন গুণ বেশি।  বাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী তুলতে গেলে যেহেতু ২০ জনের বেশি নেওয়া যাবে না বলে প্রশাসন বা সরকার যে নির্দেশ জারি করে, তার মেনে  তাদের পক্ষে লোকসান দিয়ে  বাস চালানো সম্ভব নয় বলে সাংবাদিক সম্মেলনে গতকালই জানিয়ে দেন বাসমালিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সেইমতো বাড়তি ভাড়ার প্রস্তাবটি পেশ করা হয় পরিবহন দপ্তরে। অন্যদিকে এর  বিরুদ্ধে সোচ্চার হন বিরোধী দলগুলো-সহ সাধারণ মানুষজনও। বিভিন্ন মিডিয়ায় বিতর্ক শুরু হয়। ২৪ ঘণ্টা না কাটতেই বাসমালিকদের এই প্রস্তাবকে খারিজ করে দিল সরকার। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দেন বাড়তি নয়, পুরনো ভাড়াতেই চালাতে হবে বাস।

    সরকাররের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাসমালিকদের জয়েন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক অয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, পুরনো ভাড়ায় তাঁরা বাস চালাতে পারবেন না। শুভেন্দুবাবু আরও জানান, সোমবার থেকে প্রতি আধ ঘন্টা অন্তর বিভিন্ন রুটে চলবে সরকারি বাস। তবে তার সন্ধে ৭টা পর্যন্ত। এছাড়া আরও ২০০ ওলা, উবেরকেও অনুমোদন দেওয়া হচ্ছে পথে নামার। ওদিকে ট্যাক্সির যেহেতু মিটার আছে, ফলে সাধারণ মানুষের কোথাও যেতে-আসতে সমস্যা হওয়ার কথা নয়। তবে যাত্রীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে বলেও তিনি মনে করিয়ে দেন। সব মিলিয়ে মমতা সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে যে স্বস্তি দেবে তা বলাই বাহুল্য। অন্যদিকে বেসরকারি বাসমালিকদের প্রস্তাব সরকার নাকচ করে দেওয়ায় রাস্তায় বেরিয়ে নাকাল হতে হবে কিনা যাত্রীদের, সেটা বোঝার জন্য  আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে সাধারণ মানুষকে।