নওদা ব্লকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ‘আউশ ধানের শিষ’ গল্পগ্রন্থ

নতুন গতি, ওয়েব ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় ফ্রেন্ডস জোনের উদ্যোগে মুর্শিদাবাদের কবি-সাহিত্যিকদের নিয়ে নওদা ব্লকে অনুষ্ঠিত হল সাহিত্যিক হাসিবুর রহমানের লেখা বার্তা প্রকাশন থেকে প্রকাশিত ‘আউশ ধানের শিষ’ গল্পগ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন ও একটি মনোজ্ঞ আলোচনা সভা। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক সৈয়দ শীষ মহাম্মদ, উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ, ছোটো গল্পকার ও ঔপন্যাসিক রাজকুমার শেখ, সাহিত্যিক সৌরভ হোসেন, যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক আব্দুল হালিম সেখ।

    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক ইকবাল আনসারী। উদ্যোক্তা হিসাবে ফ্রেন্ডস জোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক নুরুন্নবী বিশ্বাস, সোহেল রানা বিশ্বাস, মাইনুদ্দিন বিশ্বাস, হাসানুজ্জামান সেখ, আলমগীর বিশ্বাস, রিপন মণ্ডল ও সাহেব সেখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাহিত্য সংস্কৃতির প্রসার ঘটাতে লেখকদের ভূমিকা নিয়ে মূল্যবান আলোচনা করেন ফারুক আহমেদ সহ অন্য অতিথিরা। এদিন স্বরচিত কবিতা পাঠ করেন এলাকার কয়েকজন কবি।